মনের ক্রন্দন

কষ্ট (জুন ২০১১)

আকাশ
  • ১৩
  • 0
  • ৭৮
স্বপ্ন, সুখ ও বাস্তবতা,
এসব নিয়েই জীবনের পরিপূর্ণতা।

হাজার আশার সঞ্চারেতে
নতুন ঊষার সৃষ্টি,

সব ভুলে তাই মাতিয়ে থাকি
কভু নেই পেছন দৃষ্টি।

পেছন ফিরে তাকাই যখন,
মনের মাঝে কষ্টের রূপ ভাসে তখন।

ভাবে ভাবনার জন্ম প্রাণে,
সুখের সখ্য কষ্টেরই সনে।

কতনা কষ্টের মাঝে থেকে
পেয়েছি সুখের আশ্বাস !!!

জ্বলে পুড়ে তাই খাঁটি যে আজ;
নিজের আত্মবিশ্বাস।

কষ্টে যেমন কেষ্ট মেলে,
সত্য পথের সঙ্গী পেলে।

কষ্টের রূপ, ধৈর্যের কূপ,
একবার পড়ে গেলে,

হাজার ছটফটে হয়না যে কাজ;
যদি না ভাসে চোখের জলে ।

চাঁপা কষ্ট, নিদারুণ কষ্ট,
কেহ রেখনা পুষে মনে;

মুক্তির পথ সামনে এলেও
সারাজীবন সে উঁকি দেবে ক্ষণে-ক্ষণে।

কষ্ট সে তো জীবনের কষ্টিপাথর,

ঘষে পরখ করে
আমাদের কলুষ অন্তর ।

মনের কষ্ট, দেহের কষ্ট
নিবারণের আছে অনেক পথ,

মুষড়ে না পড়ে মোকাবেলা করবো;
এটাই হোক মোদের শপথ।

কষ্টের কারণ আছে অনেক
যদি পাই অন্তঃকষ্ট তাঁর কাছ থেকে,
হয় সে আপনজন;

কেটে যাবে জীবন, সুন্দরভাবে
কিন্তু হবেনা শেষ
আজীবন মনের ক্রন্দন ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অদিতি খুব ভালো লাগেনি
উপকুল দেহলভি কবিতাটি অসাধারণ, খুব ভালো লাগলো; আমার এদিকে ঘুরে যাবার আমন্ত্রণ রইলো. এগিয়ে যান সুন্দর আগামীর পথে. শুভ কামনা.
খোরশেদুল আলম কষ্টের পরেই সূখ আসে,বাস্তব ঘটনাকে কবিতায় রুপ দেওয়া কঠিন কাজ, ভালো তবে আরো চেষ্টা করলে আরো ভালো হবে।
সূর্য ছন্দগুলো হলো এলোমেলো/ উদ্দেশ্যটাও যে দিক হারালো................
junaidal খুব ভাল লেগেছে্। আসলে কিছু কিছু কবিতা নিজেকে আনন্দ এবং েকান সময় মনে ঘর বেধে নেয়্ এর মাঝে এটাও একটা কবিতা।
মোঃ আক্তারুজ্জামান আরও সুন্দর লিখবেন এই প্রত্যাশা রইলো|

০৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫